সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া সেল এর চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।
সোমবার (১৯ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় তানভীর আহমেদ টিটু নারী ফুটবল দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
তিনি বলেন, দেশের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা তোমাকে নিয়ে খুবই গর্বিত। জাতি তোমাকে নিয়ে গর্বিত। ধন্যবাদ খেলোয়াড়, কোচ, প্রশিক্ষক, ম্যানেজার এবং সবাইকে যারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন এটা করতে। এগিয়ে যাও।