ডিসেম্বর ৭, ২০২৪, ৯:১৩ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৮২১০৬ ১৯ বার দেখেছে

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি নতুন জাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : জুন, ২১, ২০২৩, ১:০৭ অপরাহ্ণ
  • ১৬৭ ১৯ বার দেখেছে
বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি নতুন জাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

দেশীয় শিপইয়ার্ডে তৈরি বাংলাদেশ কোস্টগার্ডের সমুদ্রগামী পাঁচটি জাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

উদ্বোধন অনুষ্ঠানটি চট্টগ্রামের পতেঙ্গায় বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হয়েছে এবং প্রধানমন্ত্রী সরকারপ্রধান ভার্চুয়ালি যুক্ত হন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং মাধ্যমে। এই পাঁচটি জাহাজের মধ্যে দুটি ইনসোর প্যাট্রল ভেসেল (আইপিভি), দুটি টাগ বোট এবং একটি ফ্লোটিং ক্রেন রয়েছে।

 

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে এই নতুন সংযোজিত জাহাজগুলো বাংলাদেশ কোস্টগার্ড বহরে আঞ্চলিক কার্যক্রম শুরু করবে। এগুলো বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড দ্বারা নির্মিত হয়েছে। দুটি ইনসোর প্যাট্রল ভেসেলের নাম হল বিসিজিএস জয় বাংলা এবং বিসিজিএস অপূর্ব বাংলা, এবং খুলনা শিপইয়ার্ডে নির্মিত দুটি টাগ বোট বিসিজিটি প্রত্যয়, বিসিজিটি প্রমত্ত এছাড়া এই সংযোজিত জাহাজগুলোর মধ্যে একটি ফ্লোটিং ক্রেন বিসিজিএফসি শক্তি রয়েছে।

 

এই নতুন জাহাজগুলোর বাংলাদেশ কোস্টগার্ড বহরে যুক্ত হওয়ার ফলে বাণিজ্যিক জাহাজে চুরি রোধ, সমুদ্রপথে মানব ও মাদকপাচার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমুদ্র সীমানায় টহল জোরদার এবং প্রাকৃতিক দুর্যোগ ও নৌযান দুর্ঘটনায় উদ্ধার অভিযানে কোস্টগার্ড বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। আশা করা হচ্ছে যে, এই পরিবর্তনগুলি কোস্টগার্ডের অপারেশনাল কার্যক্রমকে আরও বেগবান ও দক্ষতামূলক করবে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress