fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ২:৪২

বন্দর শীতলক্ষ্যা থেকে ২ শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : আগস্ট, ২৮, ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ
  • ৫৩ ০৯ বার দেখা হয়েছে
বন্দর শীতলক্ষ্যা থেকে ২ শিশুর লাশ উদ্ধার

বন্দরের ময়মনসিংহ পট্রি সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

 

দুই শিশুর নাম বিল্লাল (৮) ও ইসমাইল (৮)। সোমবার (২৮ আগস্ট)  সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

নিহত ইসমাইল বন্দর এলাকার বাদল কাজীর বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝি এবং বিল্লাল পাশের বাড়ির ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া বাবুল কাজীর ছেলে।

 

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নাই। আজ সকালে শীতলক্ষ্যার তীরে তাদের লাশ ভেসে উঠে।

 

জানা গেছে, বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শীতলক্ষ্যায় গোসল করতে নেমে তারা ডুবে গিয়ে নিখোঁজ হয়।

 

ঘটনাটি নিশ্চিত করে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান, এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell