নারায়ণগঞ্জ জেলার বন্দর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের সীমাহীন দুর্নীতি আর সেচ্ছাচারীতার কারণে চরম হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকেরা।ঘুষ ছাড়া কোনো সংযোগ বা মিটার স্থাপন করা হয়না।স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানটি এখন অনিয়ম আর দুর্নীতির স্বর্গ রাজ্যে পরিনত হয়েছে বলে অভিযোগ স্থানীয় গ্রাহকদের।
মঙ্গলবার (১৭ মে) সকালে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ বন্দর জোনাল অফিসে গিয়ে বেশ কয়েকজন গ্রাহক কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ভুক্তভোগী গ্রাহক আব্দুল মতিন ও এসএম রতন পাটোয়ারী সহ একাধিক গ্রাহক অভিযোগ করেন,পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার সম্পর্কে গ্রাহকদের সচেতন না করে কর্তৃপক্ষ মিটার স্থাপন করায় চরম হয়রানির শিকার হচ্ছেন তারা।তাদের ইচ্ছেমতো লেখা বিলে অনেক গড়মিল।তাদের মিটার রিডারেরা ৩০০ থেকে ৫০০ টাকা নিয়ে প্রকৃত বিল কম লিখে দেয়।পরবর্তীতে সেই বাড়তি বিলের বোঝা গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হয়।তাছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চালিত অটো রিক্সা গ্যারেজে চোরাই সংযোগ দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন খোদ ডিজিএম শ,ম মিজানুর রহমানের বিরুদ্ধে।
এছাড়া বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুটি ও মিটার স্থাপনের নামে ঠিকাদেরদের মাধ্যমে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এজিএম (কম) আশিকুর রহমান ও পরিদর্শক আমিনুল ইসলাম।এমন অভিযোগ করে ওই সব দুর্নীতিবাজদের অপসারণ করে আদর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রাহকেরা।