জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গত ১৬ আগষ্ট মঙ্গলবার বন্দর ধামগড় গকুল দাশের বাগ মাদ্রাসা মাঠে আলোচনা সভা দোয়া মাহফিল কাঙ্গালিভোজ ও অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক লীগের দর কষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরাফাত, বন্দর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা,
উক্ত অনুষ্ঠানে বন্দর উপজেলায় সহ-সভাপতি আলহাজ্ব আজিজুল হক আজিজ, সভাপতিত্বে অন্য দের মধ্যে বক্তব্য রাখেন। সিরাজুল ইসলাম সিরাজ’ মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী এম এ সালাম,সাংগঠনিক সম্পাদক এম এ রউফ,আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির মৃধা,জেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সম্পাদক আলহাজ্ব আলমাছ ভুইয়া, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান,
উক্ত আলোচনা সভার আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবলীগ নেতা খান মাসুদ, কলাগাছিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, বন্দর থানার যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হুসাইন, ধামগড় ইউপি সাধারন সম্পাদক আব্দুল আলিম, মদনপুর ইউপি সাধারন সম্পাদক নাজিম উদ্দীন, আলহাজ্ব সফিউল্লাহ শফি সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।পরে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা বোরহান উদ্দিন সাহেব।