fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ৩:৪৭

বন্দরে ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : ফেব্রুয়ারি, ১৪, ২০২৩, ৯:৪৭ অপরাহ্ণ
  • ৭৪ ০৯ বার দেখা হয়েছে
বন্দরে ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বন্দরে ছয় শতা‌ধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

 

বন্দরে ছয় শতা‌ধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বলে দাবি করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের লক্ষনখোলা ও কুঁড়িপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।

 

এসময় বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার জব্দ করেন নির্বাহি ম্যাজিষ্ট্রেট।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া ইয়াসমিন জানান, তিতাসের চার ইঞ্চি মোটা পাইপের মূল বিতরণ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে ছয় শতা‌ধিক বাড়িতে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে পুনরায় যাতে সংযোগ নেয়া না হয় সেজন্য বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell