নারায়ণগঞ্জের বন্দরে র্যাব-১১ এর অভিযানে ৬ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করা হয়েছে।
আটককৃত যুবকের নাম মোঃ আব্দুল মান্নান (২৮)। সে ফতুল্লার চাঁদমারি এলাকার মোঃ আজিম ওরফে দুদু মিয়ার ছেলে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে বন্দরের ত্রিবেনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ এর লে: কমান্ডার (মিডিয়া অফিসার) মাহমুদুল হাসান এ তথ্য জানান।
লে: কমান্ডার (মিডিয়া অফিসার) মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে বন্দর থানা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।