fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১২:১৮

বন্দরে ৫৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ৯, ২০২২, ১০:৩৮ অপরাহ্ণ
  • ১২১ ০৯ বার দেখা হয়েছে
আড়াইহাজারে সালিশ অমান্য করায় গ্রাম অবরুদ্ধ

বন্দরে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ যাত্রীবেশী দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৯ মে) সকালে উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আতাউল (৩২) ও শামসুল আলম (৪৮)। এরমধ্যে আতাউল কক্সবাজারের রামু থানার জামুচপাড়া এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে ও শামসুল আলম একই জেলার ঈদগাঁও থানাধীন পালাকাটা এলাকার মৃত মকবুল আহম্মেদের ছেলে।

 

র‌্যাব-১১ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে এবং বিভিন্ন গণপরিবহনে সাধারণ যাত্রীবেশে অভিনব কৌশলে কক্সবাজার হতে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell