বন্দরে ৪ হাজার পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গেন্ডারিয়া বিভাগীয় কার্যলয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চট্রগ্রাম জেলার কর্নফুলী থানার মইজ্যারটেক এলাকার মৃত কোরবান আলী মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী রফিক (২৪)
শনিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় বন্দর থানার রাফি ফিলিং স্টেশনের পূর্বপাশে সৌদিয়া পরিবহনে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী রফিকে ৪ হাজার পিছ ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার ( ১৩ জানুয়ারী) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানার তথ্য সূত্রে জানাগেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গেন্ডারিয়া বিভাগীয় কার্যলয়ের উপ- পরিদর্শক আব্দুল আল মামুনসহ সঙ্গীয় ফোর্স গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়।
অভিযান কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সৌদিয়া পরিবহনের চট্টমেট্রো ব ১১-১০৮৪ নাম্বারে একটি বাসে তল্লাশি চালিয়ে ৪টি জিপারের মধ্যে রক্ষিত ৪ হাজার পিছ ইয়াবাসহ রফিক (২৪) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।