বন্দরে ২টি কয়েল কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ ৩ অবৈধ গ্যাস সংযোগকারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো বন্দর উপজেলার কেওঢালা এলাকার আব্দুল সামাদ খানের ছেলে সোহেল খান (৩৫) বরিশাল জেলার মুলাদী থানার আনোয়ার হোসেন মিয়ার ছেলে হাবিবুর রহমান (৪৫) ও একই জেলার উজিরপুর থানার একই গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে এনায়েত (২৩)।
রোববার (৫ জুন) বেলা ১১টায় বন্দর উপজেলার বাগবাড়িয়া ও কেওঢালা এলাকায় ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে এদেরকে আটক করে। এ ব্যাপারে তিতাস গ্যাস টিএন্ডডি কোঃ লিঃ প্রকৌশলী মোঃ রিফাত আব্দুল্লাহ বাদী হয়ে আটককৃত ৩ জনসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় ১২/১৯ ২০১০ সালের- বাংলাদেশ গ্যাস আইনে এ মামলা দায়ের করেন।
তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বাগদবাড়িয়া ও কেওঢালা এলাকায় ২টি কয়েল কারখানায় অভিযান চালায়। অভিযান কালে ভ্রাম্যমান আদালত অবৈধ ভাবে কয়েল কারখানায় গ্যাস সংযোগ দিয়ে রাষ্টীয় সম্পদ নষ্ট করার অপরাধে অবৈধ গ্যাস সংযোগকারি সোহলে খান, হাবিবুর রহমান ও এনায়েত নামে তিন জনকে আটক করে।
ওই সময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় আরো ৩ অবৈধ গ্যাস সংযোগকারি। এ ঘটনায় তিতাসের প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় গ্যাস আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ ওই মামলায় আটককৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করে।