নারায়ণগঞ্জ বন্দরে ধামগড় ফাঁড়ি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহমানকে (৪৯) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান বন্দর থানার রামনগর এলাকার কফিল উদ্দিন মিয়ার ছেলে।
শনিবার (১৩ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টায় বন্দর থানার রামনগরস্থ মাদক ব্যবসায়ী আব্দুর রহমানের বসত বাড়িতে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ গ্রেফতার করতে সক্ষম হয়। গাঁজা ব্যবসায়ী আব্দুর রহমানকে রোববার (১৪ জানুয়ারী) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। যার মামলা নং- ৭(১)২৪।
থানার তথ্য সূত্রে জানাগেছে, ধামগড় ফাঁড়ি পুলিশের উপ- পরিদর্শক মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার রামনগরস্থ মাদক ব্যবসায়ী বসত ঘরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আব্দুর রহমান (৪৯) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।