fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১২:১৬

বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সবারকন্ঠ প্রতিনিধি
  • আপডেট : ডিসেম্বর, ১২, ২০২২, ১০:৫৭ অপরাহ্ণ
  • ৮২ ০৯ বার দেখা হয়েছে
বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অর্থ আত্মসাত মামলার ১ বছরের সাঁজা প্রাপ্ত আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাঁজাপ্রাপ্ত আসামীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকার অন্দাবাই হালদারের ছেলে রবি চন্দ্র হালদার (৪৫) ও তার স্ত্রী অনিতা রানী (৩৫)। গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে রোববার (১১ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দিঘলদী এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে সাঁজাপ্রপ্ত দম্পতিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার ওয়ারেন্ট অফিসার এসআই আব্দুল বারেক হাওলাদার ও তার সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে দিগলদী এলাকায় অভিযান চালিয়ে অর্থ আত্মসাত মামলার সাঁজাপ্রাপ্ত আসামী দম্পতিকে তাদের নিজবাড়ী থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

পুলিশ আরো জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অর্থ ঋন আদালত থেকে ১ বছরের সাঁজা ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের সাঁজা রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell