জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে শীতলক্ষা নদীতে ভাসমান অবস্থায় সেলিম (৪৮) নামে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করেছে সদর নৌ থানা পুলিশ। শনিবার (২ জুলাই) বিকেল ৫টায় বন্দর থানার মাহামুদনগরস্থ সারোয়ার জুট মিলের পিছনে শীতলক্ষা নদী থেকে ওই লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত সেলিম মিয়া বন্দর থানার ২০নং ওয়ার্ডস্থ সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার মৃত আলিম মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ২ সন্তানের জনক সেলিম মিয়া দুপুরে খাবার খেয়ে সোনাকান্দা গরুর হাটে যাওয়া কথা বলে বাসা থেকে বের হয়।
পরে বিকেল ৫টায় স্থানীয় এলাকাবাসী শীতলক্ষা নদীতে লাশ ভাসতে দেখে জরুরী সেবা ৯৯৯ ফোন দেয়। পরে সদর নৌ পুলিশ জরুরী সেবার মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে বন্দর থানা পুলিশের সহযোগিতায় শীতলক্ষা নদীতে ভাসমান অবস্থায় ওই লাশ উদ্ধার ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।