বন্দরে বীর মুক্তিযোদ্ধা জসিম আহম্মেদ তোতাকে পিটিয়ে আহত করার অভিযোগ ছেলের স্ত্রী ও শ্বশুড় এর বিরুদ্ধে। ১০ ডিসেম্বর (শনিবার) সকাল ১১ টায় সোনাকান্দা এলাকায় বীর মুক্তিযোদ্ধা জসিম আহম্মেদ তোতার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানতে পারা যায়।
এ ঘটনায় বন্দর থানায় বীর মুক্তিযোদ্ধা জসিম আহম্মেদ তোতা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। বীর মুক্তিযোদ্ধা জসিম আহম্মেদ তোতা বলেন, আমার মেজো ছেলের স্ত্রী ইসরাত বিন্ধী ইমু ও শ্বশুড় ইয়াকুব আলী আমার বাসা থেকে টাকা ও স্বর্ণালংষ্কার নেওয়ার উদ্দেশ্যে আমাকে না জানিয়ে আমার ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আমি জানতে পেরে বাসায় গিয়ে তাদের কাছে ঘরের তালা ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে তারা আমাকে মারধর করে, কিল গুশি মেরে আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।