বন্দরে ৭শ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার বনি আমিন (৩৬) নামের এক ব্যক্তিকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রিমান্ডকৃত বনি আমিন (৩৬) বরগুনা জেলার সদর থানাধীন খেজুরতলা এলাকার আব্দুল সোবহানের ছেলে।
রোববার নারায়ণগঞ্জের জৈষ্ঠ্য বিচারক কাউসার আলমের আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে আদালত ১ দিনের রিমান্ডে আদেশ প্রদান করেন।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
মামলার বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুন সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় তল্লাশী চালিয়ে ৭০০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে র্যাব-১১। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার তার কাছ থেকে জব্দ করা হয়।