বন্দর থানার মাদক মামলায় বাবু নামের এক যুবককে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
দন্ডাদেশপ্রাপ্ত আসামি বাবু বন্দর থানার ইস্পাহানী একরামপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এ রায় ঘােষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর (ব্যক্তিগত সহকারি) সাইফুল মীর। তিনি জানান, মাদক মামলায় সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামীকে দোষী সাবস্ত্য করে ১ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ অক্টোবর বন্দর খানবাড়ি মেসার্স নাফিউ ট্রেডার্সের সামনে থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজাপ্রাপ্ত আসামী বাবুকে গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।