fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:১৫

বন্দরে বিভিন্ন মামলার ৭ পলাতক আসামীকে গ্রেফতার

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : নভেম্বর, ২২, ২০২২, ১০:২০ অপরাহ্ণ
  • ৬৪ ০৯ বার দেখা হয়েছে
কাঁচপুরে ডাকাত সন্দেহে যুবক আটক
প্রতীকী ছবি

বন্দরে বিভিন্ন মামলার ৭ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি এলাকার মো. আলী মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাগর (৩০) বন্দর রুপালী আবাসিক এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিক (৩৫) একই ইউনিয়নের মালামত এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আব্দুল গাফ্ফার (৩০) বন্দর থানার মাহামুদনগর এলাকার মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী নাছির (৪২) চর-ঘারমোড়া এলাকার মিরাজ মিয়ার ছেলে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাপ্পী ওরফে লেড়া বাপ্পী (৩৫) সালেহনগর এলাকার মৃত মধু মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শাহীন (৩৫) ও নবীগঞ্জ এলাকার সিরাজ উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গোলাম হোসেন (৬০)।

 

গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে সোমবার (২১ নভেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell