বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে পিতা/পুত্রসহ বিভিন্ন মামলার ১১ জন ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর শাহীমসজিদ এলাকার হাবিবুর রহমানের ছেলে রকি (২৫) একই এলাকার আব্দুল খালেক মিয়ার ছেলে জিআর ওয়ারেন্টভূক্ত আসামী পারভেজ (২৩) দড়ি-সোনাকান্দা এলাকার মৃত আহাম্মদ মিয়ার ছেলে টুকু মিয়া (৫৬) ও তার ছেলে রবিউল ইসলাম (৪০) মদনপুর পিচকামতাল এলাকার মিলন মিয়ার ছেলে মাইনুল (৩৭) লাঙ্গলবন্ধ এলাকার নিতাই দাসের ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লিটন দাস ওরফে পান লিটন (৩৫) একই এলাকার কদম চন্দ্র দাসের ছেলে তারেক চন্দ্র দাস (৪৫) বন্দর একরামপুর পৌরসভা এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রাজা (২২) লাঙ্গলবন্ধ এলাকার রাখাল এর ছেলে লাল ডিয়া (২০) একই এলাকার জয়দেব মালী ছেলে বন্দর থানার ২টি জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সন্তোষ চন্দ্র দাস (৫০) ও জাঙ্গাল এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে হযরত আলী (৪৫)।
থানা সূত্রে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) রাতে বন্দর থানার ওয়ারেন্ট অফিসার এসআই বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ১১ জন ওয়ারেন্টে আসামীদের মধ্যে ৬ জনকে তিনি একাই গ্রেপ্তার করতে সক্ষম হয় । বাকি ৫টি ওয়ারেন্টে থানা ও অন্যান্য অফিসাররা তামিল করতে সক্ষম হয়।