বন্দর থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিযনের সাবদী এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে সেলিম (৩২) একই উপজেলার বাগদোবাড়িয়া এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে আওলাদ হোসেন মোল্লা (৩৮) একরামপুর সিএসডি গেইট এলাকার মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে আরমান (৩০) ও নবীগঞ্জ ইসলামপুর এলাকার বাদশা মিয়ার ছেলে বিল্পব (৩৫)।
পুলিশ গ্রেপ্তারকৃত ৪ পলাতক আসামীকে ১৬ এপ্রিল শনিবার দুপুরে পৃথক ওয়ারেন্ট আদালতে প্রেরণ করেছে পুলিশ। এরআগে গত ১৫ এপ্রিল শুক্রবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।