বন্দরে পূর্বশত্রুতার জেরে বাসা থেকে ডেকে নিয়ে দিনমজুর মো. আনোয়ার জাহান (৪০) কে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসী মাঈনগং। আহত আনোয়ার জাহান বন্দর থানাধীন শুভকরদী এলাকার মৃত আব্দুল মতিন মিয়ার ছেলে।
এ ব্যাপারে বন্দর থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযুক্তরা হলেন আলী সাহরদী এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে মাঈন (৩০), চান মিয়ার ছেলে মারুফ(২৯) ও শান্তিনগর এলাকার বাদল মিয়ার ছেলে রিমন (৩০)। এরআগে মঙ্গলবার রাতে বন্দর থানাধীন শুভকরদী এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত আনোয়ার জানায়, বিবাদীরা আমার পূর্ব পরিচিত। মঙ্গলবার রাত অনুমান সাড়ে টার দিকে সময় বন্দর থানাধীন শুভকরদ নৌ পুলিশ সামনে আজমীর এর চায়ের দোকানে বসেছিলাম। তখন রিমন আমার ছেলে তানভীর (০৩) অসুস্থ বলে আমাকে ডেকে নিয়ে আসে।
পরবর্তীতে বন্দর থানাধীন শুভকরদী ইয়ানুর মিয়ার বাড়ীর সামনে উপস্থিত হলে মাঈন আমার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাথারী কিল ঘুষি ও লাথি মারে শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে।
আমি মাটিতে পড়ে গেলে উল্লেখিত বিবাদীরা আমার পকেটে থাকা নগদ পাঁচ হাজার টাকা নিয়া যায়। আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।