বন্দরে ৪ বছরের শিশু পুত্র ও দিনমজুর স্বামীর মায়া কান্না ত্যাগ করে সাথী (২৩) নামে এক গৃহবধূ পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পালিয়ে গেছে। শনিবার (২০ আগষ্ট) সকাল ৬টায় বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের কড়িপাড়া এলাকা থেকে ওই গৃহবধু পলায়নের ঘটনাটি ঘটে। অনেক স্থানে খোঁজাখুজি করেও কোন হদিস না পেয়ে এ ঘটনায় দিনমজুর স্বামী মনির হোসেন বাদী হয়ে পালিয়ে যাওয়ার ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। যার জিডি নং- ৮৭৯ তাং- ২০-৮-২২ইং।
তথ্য সূত্রে জানা গেছে, গত ৫ বছর পূর্বে বন্দর থানার কুড়িপাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে মনির হোসেনের সাথে একই থানার মদনপুর ইউনয়নের চাঁনপুর এলাকার আনার মিয়ার মেয়ে সাথী বেগমের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
স্বামী মনির হোসেন দিনমজুরের কাজ করার সুবাদে তার স্ত্রী সাথী বেগম পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পরে। এর ধারাবাহিকতায় শনিবার সকাল ৬টায় অবুঝ পুত্র সন্তান ও স্বামীর মায়া কান্না ত্যাগ করে পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ডিউটি অফিসার এসআই আব্দুল বারেক হাওলাদার জানিয়েছেন, গৃহবধূ নিখোঁজের ঘটনায় তার স্বামী বাদী হয়ে থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। বন্দর থানা পুলিশ উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।