নারায়ণগঞ্জের বন্দরে ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় ২১ বছর বয়সী এক তরুণী আত্মহত্যার মামলায় গ্রেফতার দবির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিতে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রবিবার (১২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত এ আদেশ দেন। এর আগে পুলিশ মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামীর বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে।
রিমান্ডকৃত দবির হোসেন বন্দর থানার আলীনগর গ্রামের মৃত আউয়ালের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রিমান্ডকৃত আসামী দবির গত ৫ মে সন্ধ্যা ৭টায় অন্যান্য আসামীদের নিয়ে মামলার ১নং আসামী কচি মেম্বারের বাসায় বাদীর পক্ষের লোকজনদের ডেকে নিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলে আতহননকারী রুপা আক্তারের মান ক্ষুন্ন করে এবং তাকে আত্মহত্যার প্ররোচনা দেয়। রিমান্ডকৃত আসামী সহ অন্যান্য আসামীরা বাদীর মেয়েসহ তার পরিবারকে এলাকা ছেড়ে যেতে বলে। পরে বাদীর মেয়ে আসামীদের কটুক্তি সহ্য করতে না পেরে গত ৬ মে গলায় ফাঁস লাগিয়ে আতহত্যা করে।