fbpx
২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ৮:৩৮

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সবারকন্ঠ প্রতিনিধি
  • আপডেট : নভেম্বর, ২৬, ২০২২, ১০:২১ অপরাহ্ণ
  • ৮৩ ০৯ বার দেখা হয়েছে
বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার নবীগঞ্জ কবিলেরমোড় এলাকার জনৈক হিরু মিয়ার বাড়ি ভাড়াটিয়া ইস্রফিল মিয়ার ছেলে আবির হোসেন (৩৫) মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইসমানিচর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে রায়হান (২২) ও বন্দর চিতাশাল উইলসন রোড এলাকার মৃত সুজত আলী মিয়ার ছেলে আলমগীর (৪৩)। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

এরআগে শুক্রবার দিবাগত রাত ৩টায় বন্দর থানার বাগবাড়ী আকিজ ট্রাক স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এদেরকে গ্রেফতার করা হয়।

 

ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক নাহিদ মাছুম বাদী হয়ে গ্রেফতারকৃত তিন ইয়াবা ব্যবসায়ীকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৩ (১১)২২।

 

থানা তথ্য সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবিরসহ গ্রেফতারকৃত ৩ ইয়াবা ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে নবীগঞ্জ বাগবাড়ী, কবিলেমোড়, বন্দর কলাবাগ এলাকাসহ এর আশে পাশের এলাকা গুলোতে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছে। বন্দর ফাঁড়ী এসআই নাহিদ মাছুমসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বাগবাড়ী ট্রাক স্ট্যান্ডের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এদেরকে গ্রেফতার করে মাদক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell