fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:৫৪

বন্দরে আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙ্গচুর

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ১৭, ২০২৩, ৯:০৮ অপরাহ্ণ
  • ৭১ ০৯ বার দেখা হয়েছে
বন্দরে আওয়ামী লীগ অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

বন্দরে পূর্ব শত্রুতার বিরোধের জের ধরে সন্ত্রাসী মোজাম্মেলসহ অজ্ঞাতনামা কয়েকজন দক্ষিন কলাবাগ এলাকার ১নং ওয়ার্ডস্থ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবিসহ আসবাবপত্র ভাঙ্গচুর ও লুটপাট করেছে।

 

বুধবার (১৭ মে) ভোরে বন্দর দক্ষিন কলাবাগস্থ রেললাইন ত্রীবেনী ব্রীজ সংলঘ্ন সড়কের পাশে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ক্লাবের সভাপতি ছাত্রলীগ নেতা স্বপন বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার ভোরে বন্দর দক্ষিন কলাবাগস্থ রেললাইন ত্রীবেনী ব্রীজ সংলঘ্ন সড়কের পাশে সন্ত্রাসী মোজাম্মেলসহ অজ্ঞাতনামা কয়েকজন পূর্ব শত্রুতার জেরে দক্ষিন কলাবাগ এলাকার ১নং ওয়ার্ডস্থ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের অফিসে প্রবেশ করে ক্লাবের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে।

 

এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ব্যাপক ভাঙ্গচুর চালায়। এতে করে অফিসের ভিতরে থাকা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়ের ছবিসহ গুরুত্বপূর্ণ আসবাবপত্রসহ প্রায় ২০হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়। এ সময় হামলাকারীরা অফিসে থাকা ৪২ ইঞ্চি এলইডি টিভি চুরি করে পালিয়ে যায়।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell