ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডঃ খোকন সাহা।
রবিবার (১৭ এপ্রিল) সকালে নগরীর ২নং রেল গেইটে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডঃ হান্নান আহমেদ দুলাল, সাংগঠনিক সম্পাদক এডঃ মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এডঃ বিদ্যুৎ সাহা, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, খাজা রহমান, মহানগর তাঁতীলীগের আহবায়ক চৌধুরী এইচ,এম, শাহেদ, সাবেক ছাত্রনেতা এডঃ রমিজ উদ্দিন, ছাত্র নেতা পাপন সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ৷