গতকাল ৩০ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মায়ের আঁচল সাহিত্য সামাজিক পরিষদ(মাআসাপ) বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আলীশাহ্ রাশিদা রহিম আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি উৎসব ও শাহ্ আলীমিয়া স্মৃতি সম্মাননা ২০২২ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেসক্লাব লিমিটেডের সিনিয়র বাইস প্রেসিডেন্ট ও মায়ের আঁচল’র উপদেষ্টা এবং দৈনিক সবার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলুকে সমাজসেবা ও মানবাধিকার কাজে বিশেষ অবদানের জন্য শাহ্ আলী মিয়া স্মৃতি সম্মাননা ২০২২ ভূষিত করা হয়েছে।
অনুষ্ঠানে মায়ের আঁচল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ সাগর এর সঞ্চালনা ও পরিচালনায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মো: মোজাম্মেল হক বিপিএম (সেবা) এডিশনাল ডিআইজি, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়াটার্স ঢাকা।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন কবি, লেখক, গবেষক, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ প্রাকৃতজ শামিমরুমি টিটন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র বাইস প্রেসিডেন্ট ও দৈনিক সবার কন্ঠ পত্রিকার সম্পাদক প্রকাশক আলহাজ্ব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনগীতিকার,প্রাবন্ধিক, অধ্যক্ষ ঘিওর সরকারি কলেজ মানিকগঞ্জ, মো: আমির হোসেন । আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বহুমাত্রিক লেখক, কবি, সাংবাদিক,শিক্ষাবিদ, সম্পাদক-প্রকাশক ও গবেষক সৈয়দা রুখসানা জামান শানু ,জাগ্রত সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা শিহাব রিফাত আলম ,ভারতীয় দুতাবাস কর্মী ও সামাজ সেবক ইফফাত রূপা জামান ।
মায়ের আঁচলের উপদেষ্টা গিতিকবি পরিষদের সভাপতি কবি এম আর মজনু, সাতানী মোহাম্মদ আলী মিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রহিম ।কবি ও গবেষক আসাদ কাজল। দৈনিক রুদ্রবার্তা ও রুদ্রকণ্ঠের সহ-সম্পাদক ডেন্টিস্ট মোঃ হাফিজুল ইসলাম তালুকদার ।সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতি। নাট্য পরিচালক বাহাউদ্দিন বুলু ।জাগ্রত সাহিত্য বাংলাদেশের পৃষ্ঠপোষক নাজনিন সুলতানা লুনা। চলমান বার্তার সম্পাদক মাহমুদুন্নবী জ্যোতি ।ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম ।সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম। যুগান্তর নারায়ণগঞ্জ স্বজন সভাপতি জাহাঙ্গীর ডালিম। ডক্টর আলহাজ্ব শরীফ সাকি। ইব্রাহিম তালুকদার রিয়াদ, জয়নাল আবদীন,নেয়ামত উল্লা চুন্নু, আদিত্য রূপ, ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও লেখা পাঠ করেন রাশিদা খানম, মর্তুজা হোসেন, আফরুজা খান আন্তরা, মহিবুল হক বাদল, খোরশেদ আলম খোকন, প্রিন্স এ ওয়াকি,রমেশ চন্দ্র বিশ্বাস, কায়েস সজিব, ইয়াদি মাহমুদ, আল আশরাফ বিন্দু,
এম আর সেলিম ,তাসলিমা আক্তার পারভিন, তানিয়া নিগার ,শেখ এ সাঈদ ফরাসী, মোঃ মনির হোসেন,মিলি আহমেদ, মোসা রেহেনা বেগম, চঞ্চল মেহমুদ কাশেম, মোঃ নাজির মন্ডল, এ কে এম সেলিম আহমেদ ,সঞ্জিতা সাহা ,ফাতেমা কুদ্দুস রুনা, আব্দুল মঞ্জু, জনতা কাগজের সম্পাদক, মিজানুর রহমান মিজান, ইয়াকুব খান, নুরজাহান নিরা, মনিরা জামান, আল আমিন বৈরাগী ,মোঃ আল মনির, মোঃ জামিল হোসেন, এমডি সোহেল , লুবনা আক্তার সুমি, জয়া রানী দাস ,আবুল কালাম আজাদ, জালাল খান ইউসুফী, সুরাইয়া তাহামিনা শেফু,রফিকুল ইসলাম রফিক, ইকবাল হোসেন রুমেছ ,আনাস আহমেদ ,সোহেল আহমেদ ,আবুল কালাম, রেফায়াত হোসেন সোহাগ, ইবনু মাসুদ ,মঞ্জুর আলম, হোসেন ফরহাদ, খালিদ সাইফুল্লাহ, ইয়াকুব কামাল, জয়নাল আবদীন, সৈয়দা হাবিবা মুস্তারিম চমন, খোরশেদ আলম খোকন, কাজী বদরুল ইসলাম খোকন, রোকেয়া রহমান কেয়া ,এমডি নুর ই আলম, মনিকা, সোনিয়া, মামুন বাবুল, নাজমুল ইসলাম খান, মোঃ আবদুল ওয়াহিদ , মোঃ অপু ভূঁইয়া ,এস এ বিপ্লব, রাজিয়া সুলতানা, হাফিজা আক্তার সাথী, ইমরান হোসেন, আবিদ হোসেন রওনক আহমদ এনাম ,মঞ্জু খন্দকার, এসকে শাকিল জয়।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হযরত মাওলানা আবুল বাশার হেলালি সাহেব পরেই মায়ের আঁচলের নেতৃবৃন্দ মিলে একসঙ্গে জাতীয় সংগীত গেয়ে যান এবং স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং নারায়ণগঞ্জে এক প্রয়াত কবি আলাল এর স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা অনুষ্ঠানের পূর্বে সারাদেশ থেকে আগত কবি-সাহিত্যিকগণ স্বরচিত কাব্য পাঠ করেন। আলোচনা শেষে উক্ত মঞ্চে উত্তরীয় পরিয়ে এবং সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য কবি ও গবেষকদের,সমাজকর্মী মানবাধিকার কর্মী দের শাহ্ আলী মিয়া স্মৃতি সম্মাননা ২০২২ প্রদান করা হয়। মায়ের আঁচল সাহিত্য সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হারুন অর রশিদ সাগর
সমাপনী বক্তব্যে সকল কে আগামীতে অনুষ্ঠানে পাশে চান এবং অনুষ্ঠান অনেক সময় থেকে সাকসেস করা যায় সেজন্য সকলকেই ধন্যবাদ ও শুভ কামনা জানিয়ে বলেন আপনারা সবসময়ই সাহিত্য সামাজিক কর্মকান্ডে সকলের উপস্থিতি ও সহযোগিতা করুন তাহলেই সমাজ থেকে ভালো কিছু পাওয়া যাবে । অনেকেই সাহিত্যিক বা সমাজসেবক নামের আগে লিখে থাকেন কিন্তু তাদেরকে সেই রকম ভাবে সাহিত্য সামাজিক কাজে সহযোগিতার দেখা যায় না। তাই আমি সকল স্তরের লোকদেরকে এই সমস্ত অরাজনৈতিক সংগঠনের পাশে থেকে সমাজের নিরীহ মানুষের পাশে থেকে সহযোগিতার আহ্বান করেন ।।