fbpx
৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, রাত ১১:৩৭

ফতুল্লা থেকে হেরোইনসহ দুই যুবক গ্রেফতার

সবারকন্ঠ প্রতিনিধি
  • আপডেট : নভেম্বর, ২৬, ২০২২, ১০:২৭ অপরাহ্ণ
  • ৯০ ০৯ বার দেখা হয়েছে
ফতুল্লা থেকে হেরোইনসহ দুই যুবক গ্রেফতার

ফতুল্লার পিলকুনী থেকে হেরোইন সহ দুই মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার সকালে তাদের কে ফতুল্লা মডেল থানার পিলকুনী বায়েজীদ বোস্তামী রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পিলকুনী বায়েজীদ বোস্তামী রোডের আবুল কালাম মোহাম্মদ উল্ল্যাহ’র বাড়ীর ভাড়াটিয়া রশীদ গাজীর পুত্র মো.বাপ্পী গাজী (২০) ও পিলকুনী জোড়পুল এলাকার মো. আলমের পুত্র আলামিন (২১)।

 

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে দশটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.ফজলুল হক খানের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক মোহাম্মদ রোকুনুজ্জামান, সিপাই আমিনা খাতুন, সিপাই মো. বোরহান উদ্দিন, সিপাই মো.রেজাউল করিম, সিপাই মো.আমিরুল ইসলাম ও সিপাই মো.শাকিল হোসেন এর সম্বনয়ে একটি দল ফতুল্লা মডেল থানার পিলকুনী বায়েজিদ বোস্তামী রোডস্থ মো. আবুল কালাম ওরফে মোহাম্মদ উল্লাহর ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইন সহ বাপ্পী গাজী ও আলামীন কে গ্রেফতার করে।

 

জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell