ফতুল্লায় ইসদাইর দুই লাখ টাকা মূল্যমানের হেরোইন সহ দুই যুবকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের দাবি গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার ইসদাইর রাজিব মিয়ার ভাড়াটিয়া সেলিম মিয়ার পুত্র নয়ন মিয়া(৩২) ও একই এলাকার মৃত বাবুল দেওয়ানের পুত্র জুয়েল দেওয়ান(৩৫)।
শুক্রবার (২৪ জুন) রাতে তাদের কে ফতুল্লার চানমারী – ইসদাইর সড়ক থেকে গ্রেপ্তার কর হয়। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে দুই লাখ টাকা মূল্যমানের ১৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ চানমারী- ইসদাইর সড়কে আমিনউদ্দিনের চায়ের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে নয়ন মিয়া ও জুয়েল দেওয়ান নামক দুই যুবক কে গ্রেপ্তার করে।
এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ দুই লাখ টাকা মূল্যমানের ১৮৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।