fbpx
২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:৪১

ফতুল্লায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ৯, ২০২২, ১০:৪৬ অপরাহ্ণ
  • ১৩৯ ০৯ বার দেখা হয়েছে
ফতুল্লায় স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী গ্রেপ্তার

ফতুল্লায় যৌতুকের দাবীতে স্ত্রী কে নির্যাতনের অভিযোগে স্বামী আলামিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি নির্যাতিত স্ত্রী মোসাম্মৎ স্বর্না আক্তার (২৬)। অভিযুক্ত স্বামী আলামিন (৩৪) কে রোববার (৮ মে) রাতে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আলামিন ফতুল্লা থানার দেওভোগ আখড়ার এডঃ হুমায়ুন কবিরের ভাড়াটিয়া মো. আসাদ মিয়ার পুত্র।

 

মামলায় উল্লেখ করা হয়, ২০২০ সালে পারিবারিক ভাবে বাদী স্বর্নার সাথে গ্রেপ্তারকৃত আলামিনের বিয়ে হয়। বিয়ের সময় নগদ ৫০ হাজার টাকা ও দেড় ভরি ওজনের স্বর্নালংকার দেওয়া হয়।

 

তারপরও বিয়ের পর থেকে গ্রেপ্তারকৃত আলামিন বাদী কে তার পিত্রালয় থেকে যৌতুক বাবদ আরো আড়াই লক্ষাধিক টাকা নিয়ে আসার জন্য প্রায় সময় নির্যাতন করে আসছিলো।

 

সর্বশেষ চলতি মাসের তিন তারিখ সকাল ১১ টার দিকে স্বামী আলামিন বাদী কে দাবীকৃত আড়াই লক্ষাধিক টাকা পিত্রালয় থেকে এনে দেওয়ার জন্য মারধর করে বাসা থেকে বের করে দেয়।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানায়, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় স্বামী আলামিন কে রোববার মধ্যরাতে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell