fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:৩২

ফতুল্লায় স্ত্রীকে হত্যা, স্বামীকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট : আগস্ট, ১৬, ২০২২, ১০:১৫ অপরাহ্ণ
  • ১০৫ ০৯ বার দেখা হয়েছে
ফতুল্লায় স্ত্রীকে হত্যা, স্বামীকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ফারজানা (২৮) নামে এক গৃহবধূকে মসলা বাটার শিল দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

 

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফারজানা পশ্চিম রসুলপুর এলাকার নুর নবীর মেয়ে।

 

এ ঘটনায় স্বামী রুবেলকে (৪০) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

স্থানীয়রা জানান, পশ্চিম রসুলপুর এলাকার রুবেলের সঙ্গে ফারজানার বিয়ে হয় ৬ মাস আগে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। এরমধ্যে স্থানীয়ভাবে একাধিক বিচার সালিশ হয়েছে তাদের। গত সোমবারও বিচার সালিশ হয়েছিল।

 

ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান বলেন, এই ঘটনায় স্বামীকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলতে পারবো।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell