fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:১৩

ফতুল্লায় সাবলেট ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

বিশেষ প্রতিবেদক
  • আপডেট : মে, ২৪, ২০২২, ১০:০৭ অপরাহ্ণ
  • ১৩২ ০৯ বার দেখা হয়েছে
ফতুল্লায় সাবলেট ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ফতুল্লায় টিভি দেখার কথা বলে সাবলেট ভাড়া  থাকা গৃহবধূ (২২) কে নিজের রুমে ডেকে নিয়ে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে মো. রাসেল রানা (২১) নামক এক যুবকের বিরুদ্ধে।

 

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত রাসেল রানাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে ফতুল্লা মডেল থানার ইসদাইর গাবতলী নতুন বাজার ছোট মসজিদ সংলগ্ন আকবরের বাড়ীর চতুর্থ তলার উত্তর ফ্ল্যাটে।

 

ঘটনার ২৫ দিন পর ধর্ষিতা গৃহবধূ ফতুল্লা থানায় সোমবার (২৩ মে) রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরর পরপর পুলিশ ইসদাইর নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ধর্ষক মো. রাসেল রানাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত রাসেল রানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার নেওকারগাছার আঃ রহমানের পুত্র। স্বপরিবারে ইসদাইর নতুন বাজার ছোট মসজিদ সংলগ্ন আকবরের বাড়ীতে ভাড়ায় বসবাস করে আসছিলো।

 

মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত রাসেল রানার পরিবারের সাথে সাবলেট হিসেবে বাদী তার স্বামী এবং তিন বছর বয়সী সন্তান কে নিয়ে গত তিন মাস ধরে বসবাস করে আসছেন। এর আগেও তারা একই বাসায় ভাড়া ছিলেন।

 

সে সুবাধে উভয় পরিবারের মাঝে সু- সম্পর্কের পাশাপাশি পরিবারের সদস্যদের মতোই  যাতায়াত ছিলো।  তিন মাস পূর্বে  সাবলেট ভাড়া  আসার পর থেকে অভিযুক্ত গৃহবধূকে কু- প্রস্তাব দিয়ে আসছিলো। গত মাসের ২৭ তারিখে গ্রেফতারকৃতের মা ঈদের পূর্বে গ্রামের বাড়ীতে বেড়াতে যায়।

 

২৮ এপ্রিল বাদীর স্বামী ও অভিযুক্তের বাবা নিজ নিজ কর্মস্থলে থাকার সুযোগে দুপুর একটার দিকে বাসায় কেউ না থাকায় অভিযুক্ত ধর্ষক বাদীকে টিভি দেখার কথা বলে নিজ রুমে ডেকে নিয়ে যায় এবং তার ইচ্ছের বিরুদ্ধে তাকে জোড় পূর্বক ধর্ষণ করে।

 

এ  সময় বাসায় অন্য কেহ ছিল না এবং বাদীর তিন বছরের মেয়ে ঘুমিয়েছিলো।এ ঘটনার ২/৩দিন পর অভিযুক্ত ধর্ষক পুনরায় বাদীকে কু-প্রস্তাব দেয়। এতে সে রাজী না হয়ে নিজ বাবার বাড়িতে চলে যায়।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকতা ও ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষককে সোমবার রাতেই নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell