ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলার সূত্রধরে অভিযুক্ত ধর্ষক মজনু (২২) কে বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। মজনু জামালপুর জেলার মেলান্দহ থানার মানিকদা গ্রামের দুলাল মিয়ার পুত্র ও ফতুল্লা থানার মাসদাইর বড় কবরস্থান সংলগ্ন লালু মিয়ার ভাড়াটিয়া।
মামলা সূত্রমতে, ফতুল্লার কেতাবনগরস্থ একটি প্রিন্ট কারখানায় ওই কিশোরী ও গ্রেপ্তারকৃত মজনু কাজ করতো। ওই সময়ে মজনু প্রায়শই কিশোরিকে কু-প্রস্তাব দিতো। এরই মধ্যে কিশেরোটি ওই প্রিন্ট কারখানার চাকুরী অপর একটি প্রিন্ট কারখানায় চাকুরী নেয়।
তারপরও কিশোরী কে যাতায়াতের পথে উত্যক্ত করতো মজনু। গত বুধবার রাত দশটার দিকে প্রিন্ট কারখানা ছুটি হলে বাসায় আসার সময় মজনু কিশোরীকে রাস্তা থেকে মুখ চেপে ধরে জোরপূর্বক টেনে হিচড়ে কেতাবনগরস্থ হক নামক বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরিফ পাঠান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজনু ধর্ষণ করার কথা স্বীকার করেছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।