fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৯:০৫

ফতুল্লায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সবারকন্ঠ প্রতিনিধি
  • আপডেট : সেপ্টেম্বর, ১৩, ২০২২, ৯:৫৫ অপরাহ্ণ
  • ১১২ ০৯ বার দেখা হয়েছে
ফতুল্লায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

ফতুল্লায় গলায় ফাঁস লাগানো সাইফুল (৩৪) নামক এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানা সীমান্তের উত্তর ভুইগড়স্থ নিজ বাড়ী থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুল ফতুল্লা মডেল থানার উত্তর ভুইগড়ের আব্দুস সালামের পুত্র।

 

নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (২) জানায়, নিহত সাইফুল নিজ কর্ম জীবন এবং পারিবারিক বিষয়াদি নিয়ে বিষন্ন এবং হতাশায় ভুগছিলো। সে এক সময় একটি টেক্সটাইল মিলে চাকুরী করতো।

 

তিন মাস পূর্বে সে চাকুরি ছেড়ে ঢাকার ফকিরাপুলস্থ বাবার মালিকানাধিন খান প্রিন্টিং প্রেস নামক ব্যবসা প্রতিষ্ঠানে বসতো। সে বিবাহিত। তার স্ত্রী গত বৃহস্পতিবার তার পিত্রালয়ে যায়। ঘটনার সময় স্ত্রী শ্বশুড় বাড়ীতে ছিলো। তার বাবা-মা সকাল নয়টার দিকে ঢাকায় ডাক্তারের নিকট যায়।

 

সকাল সাড়ে দশটার দিকে বাসার কাজের মেয়ে ঘরের দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো নিহতের ঝুলন্ত দেহ। পরে সংবাদ পেয়ে পুলিশ দুপুর তিনটার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell