fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৯:২৪

ফতুল্লায় মাদকসহ শীর্ষ স্থানীয় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সবাকন্ঠ রিপোর্ট
  • আপডেট : নভেম্বর, ৭, ২০২২, ১০:৫৮ অপরাহ্ণ
  • ৬৮ ০৯ বার দেখা হয়েছে
ফতুল্লায় মাদকসহ শীর্ষ স্থানীয় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ স্থানীয় দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার পাগলা নন্দলালপুর এলাকার আঃ সালামের পুত্র মো. মুন্না (৪০) ও একই থানার আলীগঞ্জ মধ্যপাড়ার মৃত আঃ গণির পুত্র ফারুক(৩০)।

 

সোমবার(৭ নভেম্বর) বিকেলে তাদেরকে ফতুল্লা মডেল থানার পাগলা নন্দলালপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ ১ কেজি গাঁজা ও ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম দিপু, সহকারী উপ-পরিদর্শক ওবায়েদুর ও সামছুল সঙ্গীয় ফোর্স নিয়ে পাগলা নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে শির্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী মুন্না ও ফারুক কে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে পুলিশ ১ কেজি গাঁজা ও ১ শত পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় দশটি মামলা রয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে তিনি জানান।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell