ফতুল্লার লঞ্চ টার্মিনালে ভেড়ানো লঞ্চ থেকে বুড়িগঙ্গা নদীতে পড়ে রায়হান (১৮) নামক এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত রায়হান মুন্সিগঞ্জ জেলার টঙ্গী বাড়ী থানার কামারখারা গ্রামের মনির মোল্লার পুত্র। নিহত রায়হান ফতুল্লার নন্দলালপুরে হৃদয়ের ভাড়ায় বসবাস করে জালকুড়ি পেয়ারা বাগানস্থ মডেল রাসেল গার্মেন্টসে চাকুরি করতো।
নিহতের বাবা জানায়, ঈদের ছুটিতে বন্ধুদের সাথে তার ছেলে কুয়াকাটা বেড়াতে যায়। বেড়ানো শেষে লঞ্চযোগে কুয়াকাটা থেকে রওনা দেয়। রোববার (৮ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লা লঞ্চ টার্মিনালে এসে ভিড়ে। তখন রায়হানে বন্ধুরা লঞ্চ থেকে নেমে আসে।
রায়হান কে নামার কথা বললে রায়হান জুতা পরার পর নামার কথা বললেও আর নেমে আসেনি। পরে সোমবার দুপুরের দিকে লোকমুখে তিনি জানতে পারেন যে পাগলা নৌ জেটি ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীর তীরে একটি মৃতদেহ ভেসে উঠেছে।
পরে সেখানে গিয়ে তিনি তার ছেলের মৃত দেহ সনাক্ত করে। ধারনা করা হচ্ছে রাতে লঞ্চ থেকে নামার সময় যাত্রীদের অতিরিক্ত ভীড়ে লঞ্চ থেকে নদীতে পরে গিয়ে নদীর পানিতে তলিয়ে যায়।
এ ঘটনায় নিহতরে বাবা বাদী হয়ে ফতুলা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।