fbpx
১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১:০৩

ফতুল্লায় বুড়িগঙ্গার উপর হবে নতুন সেতু

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : এপ্রিল, ১২, ২০২২, ১১:২৪ অপরাহ্ণ
  • ১০৮ ০৯ বার দেখা হয়েছে
ফতুল্লায় বুড়িগঙ্গার উপর হবে নতুন সেতু

পঞ্চবটির কাছাকাছি ফতুল্লা পয়েন্ট ধরে সেতুটি নির্মাণ হবে। এতে শিল্প অধ্যুষিত ফতুল্লার উৎপাদিত পণ্য বুড়িগঙ্গা তীরের পানাগাঁও পোর্ট নিয়ে যেতে সহজ হবে।

 

সড়ক ও জনপথ অধিদফতর থেকে জানা গেছে, কেরানীগঞ্জ থেকে পানগাঁও দিয়ে সড়কটি বেরিয়ে যাবে। এই সড়ক পদ্মা সেতুর রেল লিঙ্কের নিচ দিয়ে যুক্ত হবে চক্রাকার সড়কে। সেতুটি নির্মাণ হলে মুক্তারপুর-পঞ্চবটি সড়ক যুক্ত হবে রিংরোট বা চক্রাকার সড়কের অংশ হিসেবে। এতে রাজধানী ঢাকাকে যানজটের চাপ কমাবে।

 

সড়ক ও জনপথ অধিদফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, সমীক্ষা চলছে। খুব শীর্ঘ্রই মূল কাজে হাত দিবে সরকার।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell