পঞ্চবটির কাছাকাছি ফতুল্লা পয়েন্ট ধরে সেতুটি নির্মাণ হবে। এতে শিল্প অধ্যুষিত ফতুল্লার উৎপাদিত পণ্য বুড়িগঙ্গা তীরের পানাগাঁও পোর্ট নিয়ে যেতে সহজ হবে।
সড়ক ও জনপথ অধিদফতর থেকে জানা গেছে, কেরানীগঞ্জ থেকে পানগাঁও দিয়ে সড়কটি বেরিয়ে যাবে। এই সড়ক পদ্মা সেতুর রেল লিঙ্কের নিচ দিয়ে যুক্ত হবে চক্রাকার সড়কে। সেতুটি নির্মাণ হলে মুক্তারপুর-পঞ্চবটি সড়ক যুক্ত হবে রিংরোট বা চক্রাকার সড়কের অংশ হিসেবে। এতে রাজধানী ঢাকাকে যানজটের চাপ কমাবে।
সড়ক ও জনপথ অধিদফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, সমীক্ষা চলছে। খুব শীর্ঘ্রই মূল কাজে হাত দিবে সরকার।