ফতুল্লার মুসলিমনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবু ওরফে রনি (২৪) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার দেলোয়ার মালের পুত্র। নিহত বাবু ওরফে রনি পেশায একজন রং মিস্ত্রি। সে তার স্ত্রী ও নয় মাস বয়সী কন্যাকে নিয়ে ফতুল্লার মুসলিমনগরের হাজী রুহুলের আমিনের ভাড়া আাসায় বসবাস করতো।
ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ মে) বিকেলে ফতুল্লা থানার মুসলিম নগর এলাকায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হারেছ সিকদার জানায়, নিহত যুবক ফতুল্লার মুসলিমনগরস্থ শরিফের চারতলা বিল্ডিংয়ের বাইরের দিকে রংয়ের কাজ করছিলো।
বিকেল চারটার দিকে অসাবধানতা বশতঃ হাত ফসকে বিল্ডিংয়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হাতের স্পর্শ হয়। সাথে সাথে সে বিদ্যু স্পৃস্ট হয়ে চারতলা থেকে নিচে পরে যায়।ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।