সবার কন্ঠ রিপোর্ট: ফতুল্লায় নুর মোহাম্মদ নুরা (৩২) নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ নুরা ফতুল্লা থানার মাসদাইর গুদারাঘাট এলাকার আজিম মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে তাকে ফতুল্লা মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ভারতীয় নিষিদ্ধ ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাচটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন (টু) সঙ্গীয় ফোর্স সহ মাসদাইর গুদারাঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ নুরা কে আটক করে।এ সময় তার নিকটে থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।