সবার কন্ঠ রিপোর্ট: ফতুল্লার মাসদাইরে রানা (১১) নামক এক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ প্রতিবন্ধী কিশোর রানা ফতুল্লা থানার দক্ষিণ মাসদাইরের দ্বীন ইসলাম মিয়ার ভাড়াটিয়া মোঃ মনির হোসেনের পুত্র। মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে নিখোঁজ প্রতিবন্ধী সন্ধান পায়নি তার স্বজনেরা।
নিখোঁজের একদিন পর বুধবার (৬ মার্চ) নিখোঁজ রানার বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী( নং- ৩২৪) করেন।
ডায়েরীতে উল্লেখ্য করা হয়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে দক্ষিন মাসদাইরস্থ বাসা থেকে বের হয়ে ফিরে আসেনি। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো সাদা রংয়ের শার্ট ও জিন্স প্যান্ট।