fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ২:২১

ফতুল্লায় পিতা-পুত্রকে কুপিয়ে থানায় অভিযোগ দিল মাদক ব্যবসায়ী

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : নভেম্বর, ৭, ২০২২, ১১:০৬ অপরাহ্ণ
  • ৮৩ ০৯ বার দেখা হয়েছে
ফতুল্লায় পিতা-পুত্রকে কুপিয়ে থানায় অভিযোগ দিল মাদক ব্যবসায়ী

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় পিতা-পুত্রকে কুপিয়ে উল্টো থানায় অভিযোগ করেছে মাদক ব্যবসায়ীরা। এঘটনায় আহতদের পরিবারে আতংক দেখা দিয়েছে।

 

সোমবার দুপুর ২টায় ফতুল্লার দক্ষিণ শিহাচর উকিলবাড়ীর মোড় এলাকায় এঘটনা ঘটে। আহত পিতা-পুত্রকে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

 

জানাযায়, দক্ষিণ শিহাচর উকিলবাড়ীর মোড় এলাকায় দেলোয়ার হোসেনের শিশু পুত্র আব্দুল্লাহকে (৫) দিয়ে একই এলাকার সেলিম, হালিম, বাদল ও ইয়াসিন মাদক আদান প্রদান করায়। বিষয়টি জানতে পেরে দেলোয়ারের বড় ছেলে হানিফ প্রতিবাদ করেন। এতে মাদক ব্যবসায়ীরা হানিফকে মারধর করে পেটের বা দিকে ছুরিকাঘাত করে। এসময় ছেলের চিৎকার শুনে দেলোয়ার হোসেন এগিয়ে গেলে তাকেও মারধর শেষে পেটে ছুরিকাঘাত করে। মাদক ব্যবসায়ীদের এলোপাথারি ছুড়িকাঘাতে দেলোয়ারের বাম হাতের শাহাদাত আঙ্গুল দ্বিখন্ডিত হয়ে যায়।

 

দেলোয়ার হোসেন জানান, এবিষয়ে তার ছেলে হানিফ থানায় লিখিত অভিযোগ করেছে। এরপরপরই মাদক ব্যবসায়ীদের পক্ষ থেকে বাদল তাদের পিতা পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ করে হুমকি দিয়ে বলেছে পুলিশ তোদের নয় আমাদের হয়ে তোদের ধরবে। এনিয়ে আতংকে আছি। অভিযোগের তদন্তকারী এসআই আনোয়ার হোসেনের সাথে দেখা করেছি তিনি বলেছেন পরের দিন তদন্তে যাবেন।

 

ফতুল্লা মডেল থানার এসআই আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি আগামীকাল সকালে যাবো তদন্তে। তবে দুপক্ষই থানায় এসে পাল্টাপাল্টি অভিযোগ করেছে। মাদক ব্যবসা না অন্য কিছু নিয়ে মারধরের ঘটনা ঘটেছে তা জানিনা। তবে অভিযোগ লিখার সময়তো অনেক কিছুই লিখে তদন্ত করে দেখতে হবে অভিযোগের সত্যতা কতটুকু। এবিষয়ে বাদলকে একাধীকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় লোকজন জানান, বাদল মাদক ব্যবসায়ী ও সেবনকারী।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell