ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ঢাকা জেলার শ্যামপুর থানার ভাঙ্গাপুল মসজিদের মৃত নাসিরের পুত্র মোঃ রিদু (২১), ফতুল্লা মডেল থানার ফতুল্লা রেল স্টেশন মসজিদ এলাকার নজরুল ইসলামের পুত্র সফিকুল (১৯) ও একই থানার আলীগঞ্জ এলাকার হাফেজ মোক্তারের ভাড়াটিয়া নুর ইসলামের পুত্র আলামিন (২৩)।
রোববার (১২ জুন) দিবাগত মধ্যরাত তিনটার দিকে তাদের কে জামতলা রপায়ন টাওয়ারের বিপরীতের গলি থেকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ একটি ছুরি,একটি কিরিচ ও একটি চাপাতি সহ ডাকাতি- ছিনতাই কাজের জন্য ব্যবহৃত একটি অটো রিক্সা উদ্ধার করে।
পুলিশ জানায়, জামতলা রুপায়ন টাওয়ার সংলগ্ন বিপরীত ছোট গলিতে ধারালো অস্ত্র সহ গ্রেফতারকৃতরা ডাকাতি জন্য অপেক্ষা করছিলো। সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার সহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি,একটি কিরিচ ও একটি চাপাতি সহ একটি অটো রিক্সা উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।