জানুয়ারী ১৬, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১০৯৭১ ১৯ বার দেখেছে

ফতুল্লায় গ্যাস সিলিন্ডারের আগুনে নারীসহ দগ্ধ ৪

সবারকন্ঠ রিপোর্র্র্ট:
  • আপডেট : ডিসেম্বর, ৫, ২০২১, ৯:০৪ অপরাহ্ণ
  • ২৬৬ ১৯ বার দেখেছে

ফতুল্লায় গ্যাসের সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে একটি ফ্ল্যাটে আগুনে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তারা সবাই স্থানীয় একটি ঝুটের গুদামের শ্রমিক।
তাদের ঢাকা শেখ হাসিনা বার্ণ এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার কায়েমপুর বিলাসনগর এলাকায় (বুলবুল মিয়ার মালিকানাধিন) ছয় তলা ভবনের পঞ্চম তলায় ভাড়াটের ফ্ল্যাটে এই অগ্নি দূর্ঘটনা ঘটে।
ওইবাড়িতে বসবাসকারীরা জানান, দূর্ঘটনায় কবলিত ফ্ল্যাটে দুইটি পরিবার সাবলেটে বসবাস করেন। তাদের এক পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে রান্নাঘরে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমে জমাট বেঁধে থাকে। তারা কর্মস্থল থেকে বাসায় এসে রান্নার জন্য চুলা ধরানোর সময় আগুন ধরে যায়। এতে পুরো ঘরে আগুন ছড়িয়ে চারজন দগ্ধ হয় এবং ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসি গিয়ে এসে আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে নিয়ে যায়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের ঘটনার বিষয়ে স্থানীয়রা কেউ আমাদের কিছু জানায়নি। দীর্ঘ সময় পর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ইউনিট পাঠাই। তবে এর আগেই স্থানীয়রা নিজেরাই আগুন নিভিয়ে ফেলে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি গ্যাস এই অগ্নিকান্ড ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করছি।

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress