নারায়ণগঞ্জের ফতুল্লায় সাকিব (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত ৪ আসামীসহ ৫ ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
গ্রেফতারকৃতরা হলো-ফতুল্লা রেলস্টেশন এলাকার জনুর ভাড়াটিয়া হবিকুলের ছেলে আতিকুল (১৭), দাপা ইদ্রাকপুরের হবুর বাড়ির সেকান্দার মোল্লার ছেলে ইসলাম মোল্লা (১৮), ফতুল্লা পাইলট স্কুলের দারোয়ায়ন শুক্কুর আলীর ছেলে মোঃ ফয়সাল (১৮), ও পারভেজ (২২), এবং ফতুল্লার দাপা ইদ্রাকপুর বেপারী পাড়ার মৃত হারুন হোসেনের ছেলে মোঃ রবিউল (১৮)। তাদের মধ্যে রবিউল ছাড়া বাকীরা এজাহারভুক্ত আসামী।
তবে রবিউরও ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মামলার অপর আসামী সোলেমানসহ অজ্ঞাত আরও কয়েক আসামী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ ও র্যাব পৃথক ভাবে কাজ করছে।
শনিবার (২৫ জুন) রাতে ফতুল্লার রেলস্টেশন প্ল্যাটফর্ম মসজিদের পেছনের গলিতে সাকিবকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সাকিব ফতুল্লার দাপা রেলস্টেশন সংলগ্ন আজাদ মিয়ার বাড়ির গলির ওহাবের বাড়ির ভাড়াটিয়া রুবেল (সুমন) মিয়ার ছেলে। রোববার (২৬ জুন) নিহত সাকিবের মা নাসিমা বেগম বাদী হয়ে হত্যাকাণ্ডের ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।