ফতুল্লায় ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল সহ কাউছার ইসলাম (২৮) নামক এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত কাউছার ইসলাম ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এতিমখানার মৃত সেলিম মিয়ার পুত্র।
মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর রাত চারটার দিকে তাকে ফতুল্লার হরিহরপাড়া আমতলাস্থ রসুল মিয়ার বাড়ীর সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এসময় নয় বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত চারটার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আমতলাস্থ মিয়ার বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে কাউছার ইসলামকে গ্রেফতার করে। এসময় তার সাথে থাকা কলেজ ব্যাগের ভিতরে রাখা নয় বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।