পণ্যের গায়ে মূল্য তালিকা না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তক্কার মাঠ এলাকার আব্দুল্লাহ সুইটসে এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
সেলিমুজ্জামান সবারকন্ঠ প্রতিনিধিকে বলেন, আমরা প্রতিদিনই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় আব্দুল্লাহ সুইটস নামের বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় আমরা অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পণ্যের গায়ে মূল্য তালিকা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির প্রমাণ পাই। তাই বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।