fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ৩:১০

ফতুল্লায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিল স্বামী

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ১৬, ২০২৩, ১০:৪২ অপরাহ্ণ
  • ৭৯ ০৯ বার দেখা হয়েছে
ফতুল্লায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিল স্বামী

ঝগড়া করে বাপের বাড়ী চলে যাওয়ায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী মহিউদ্দিন মৃদুল (২৮)। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ফতুল্লা মডেল থানার পশ্চিম দেওভোগ এলাকার রাজ্জাক মিয়ার ভাড়াটিয়া বাসায়।

 

এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের ভাই মো. আলাউদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।  নিহত মহিউদ্দিন মৃদুল চাদপুর জেলার সদর থানার পূর্ব গোসিলার মোঃ আবুল খায়েরর পুত্র।

 

 সে সন্তান ও স্ত্রী সহ ফতুল্লার পশ্চিম দেওভোগস্থ রাজ্জাকের বাসায় ভাড়ায় বসবাস করে রাজ মিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলো।

 

মামলায় উল্লেখ করা হয়, নিহত মহিউদ্দিন মৃদুলের সাথে সোমবার সকাল দশটার দিকে তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। এতে করে সন্তান কে নিয়ে স্ত্রী  নিজ প্রিত্রালয়ে চলে যায়। নিহত মহিউদ্দিন মৃদুল তাই কাজে না গিয়ে বাসায় থেকে যায়। রাত দশটার দিকে বাদীকে বাড়ীর মালিক ও পাশের ভাড়াটিয়ারা ফোন করে জানায় নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে  ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মহিউদ্দিন মৃদুল। সংবাদ পেয়ে সে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান সজিব জানায়,স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতের ভাই বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছে।

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell