জানুয়ারী ১৯, ২০২৫, ২:২৮ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৩৭৮৫ ১৯ বার দেখেছে

ফতুল্লায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ : ওসি ফতুল্লা

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মার্চ, ২৫, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ
  • ১৩৫ ১৯ বার দেখেছে
ফতুল্লায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ : ওসি ফতুল্লা

রমজান ও আসন্ন ঈদ কে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এজন্য ফতুল্লা মডেল থানা পুলিশ রমজানের প্রথম দিন থেকেই বেশ সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ শেখ রিয়াজুল হক দিপু।

 

তিনি বলেন ফতুল্লা মডেল থানা জনবহুল ও শিল্প- প্রতিষ্ঠান নির্ভর এলাকা। রমজান ও ঈদ কে ঘিরে যাতে অপরাধীরা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে জন্য রমজানের প্রথম দিন থেকে নিয়মিত টিমের পাশাপাশি পুলিশের অতিরিক্ত দুটি মাঠ পর্যায়ে কাজ করছে।

 

পাশাপাশি একজন ইনস্পেক্টর নিয়মিত ভাবে প্রতিদিনই মডেল থানা এলাকায় রাউন্ডের মধ্যে থাকবে এবং প্রতিটি টিমের মনিটরিং করবে।

 

এছাড়া যানজট নিরসনে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটী বাসস্ট্যান্ড মোড়,পোস্ট অফিস মোড়, পাগলায় ট্রাফিকের পাশাপাশি পুলিশ ও কাজ করবে।

 

তিনি আরো বলেন ঈদের পূর্বে সময় মানুষ যাতে নিরাপদে দিনে কেনাকাটা করে বাসায় ফিরতে পারে সেজন্য দিনে এবং রাতে পুলিশের আরো বেশ কয়েকটি টিম কাজ করবে বলে তিনি জানান।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress