ফতুল্লার চানমারী মফিজুল ইসলাম আবাসিক এলাকায় জাকাত উদ্দিনের কাজের মেয়ে ইসময়তারা (১৬) নিখোঁজ রয়েছেন। গত ৩ মে থেকে মফিজুল ইসলাম আবাসিক এলাকার ১৬৫/এ নীল কমল বাসা থেকে সে নিখোঁজ হয়।
এ ঘটনায় জাকাত উদ্দিনের স্ত্রী আবিদা সুলতানা (৪০) ফতুল্লা মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। নিখোঁজ ইসময়তারা লালমনিরহাট জেলার সদর থানার কালমাটি গ্রামের ইসসাদের মেয়ে।
নিখোঁজ ডায়েরী সূত্রে জানা যায়, ইসময়তারা জাকাত উদ্দিনের বাড়িতে দীর্ঘ ৮বছর ধরে কাজ করে আসছিল। সে গত ৩ মে সন্ধ্যা ৭টার দিকে কাউকে কিছু না বলে বোরকা পরে বাসা থেকে বের হয়ে যায়।
যাহা সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। তার কোনো সন্ধান পেলে ফতুল্লা থানা বা নিকটস্থ যে কোনো থানায় জানানোর জন্য অনুরোধ করেন জাকাত উদ্দিন।