fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৩:৫৪

প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ ডিজিটাল হবে, ২০২২ সালে হয়েছে: ডিসি

দৈনিক সবারকন্ঠ
  • আপডেট : নভেম্বর, ২৭, ২০২২, ১০:৫৬ অপরাহ্ণ
  • ১৫৭ ০৯ বার দেখা হয়েছে
প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ ডিজিটাল হবে, ২০২২ সালে হয়েছে: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ মনজুরুল হাফিজ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন বাংলাদেশ ডিজিটাল হবে। আজ ২০২২ সালে সেটা হয়েছে এবং বাংলাদেশ সরকার কিভাবে জনগণকে ডিজিটালি সুবিধা প্রদান করছি, সেটা তুলে ধরার জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে।

 

রোববার (২৭ নভেম্বর) দুপুরে চাষাড়া জিয়া হল প্রাঙ্গনে ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’ উদ্বোধন করার পর সাংবাদিকদের এ কথা বলেন জেলা প্রশাসক।

 

জেলা প্রশাসক বলেন, সারা বাংলাদেশে এই মেলাটির আয়োজন করা হয়েছে। আমরা চাচ্ছি স্কুল কলেজ থেকে শুরু করে সকল ডিপার্টমেন্ট কিভাবে দ্রুত সময়ের মধ্যে জনগণের কাছে ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছে সেটি জানাতে চাই।

 

তিনি বলেন, মেলাটি আমরা একদম শহরের প্রাণকেন্দ্রে করছি। যাতে সকলে সরকারি সেবা সম্পর্কে জানতে পারে। আমাদের এইখানে ৪২ টি স্টল রয়েছে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. ইসমত আরা, অতিরিক্ত পুলিশ সুপার জায়েদ পারভেজসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell