রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকীর প্রতিবাদে আড়াইহাজার থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন প্রতবিাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (২২ মে) বিকেলে থানা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু (এমপি) এর সভাপতিত্বে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করার পর এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় আড়াইহাজার থানা আওয়ামী লীগের সহ- সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাজী খূরশিদ আলম সরকার, আড়াইহাজার পৌর মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সুন্দর আলী, গোপালদী পৌর মেয়র আ.হালিম শিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রবিন্দ্র চন্দ্র দে, উপজেলা যুবলীগের সভাপতি আহাম্মেদুল কবির উজ্জল, সহ- সভাপতি ইকবাল হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান এম এ অদুদ মাহমুদ, মো. লাক মিয়া, নাজমুল হক, আমানউল্লাহ আমান, ইসমাইল হোসেন ভূঁইয়া, থানা স্বোচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, আড়াইহাজার পৌর যুবলীগের সভাপতি শবদর আলী, ভিপি নাইম আহাম্মেদ মোল্লা সহ সকল অঙ্গসংগঠনের নেতৃতৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিলকারীরা প্রধানমন্ত্রীকে হুমকীদাতা আবু সাঈদ চাঁদ এর গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবী জানান।